নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সদ্য এসএসসি পাস করা রেশমি খাতুন (১৬)।
এই বাল্যবিয়ের ঘটনায় রেশমির অভিভাবককে ৫ হাজার টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের স্বরুপপুর জামাইপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া রেশমি খাতুন ওই গ্রামের শামিম হোসেনের মেয়ে।
সে স্থানীয় সাইলকোনা ল্যবরেটরি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়। আর ওই বাল্যবিয়ের পাত্র হলো পাশ্ববর্তী লালপুর উপজেলার আব্দলপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটে নীলুফা সরকার বলেন, কনে পক্ষ জাল জন্ম সনদ তৈরি করে ১৮ বছরের অধিক বয়স দেখিয়ে বিয়ের প্রস্তুতি নিয়েছিল। বাস্তবে কনের বয়স ১৬। বাল্য বিয়ের খবর পেয়ে ওই গ্রামে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড এবং মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করা হয়।
এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, বাল্যবিয়ে বেআইনি। এতে অসংখ্য মেধাবী শিক্ষার্থীর শিক্ষা জীবনের ইতি ঘটে। বাল্যবিয়ে হচ্ছে মাতৃমৃত্যু, নারী নির্যাতন ইত্যাদির প্রধান অনুঘটক।
টিএইচ